বার্ড স্ট্রাইক’ থেকেই কি দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনা?

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু নিয়ে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে বিধ্বস্ত হয় জেজু এয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। বার্ড স্ট্রাইক বা ইঞ্জিনে পাখির আঘাত থেকেই এই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১২০ জনে পৌঁছেছে, তবে কিছু সংবাদমাধ্যম বলছে এই সংখ্যা ১৭৯।
এই দুর্ঘটনা সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে দক্ষিণ কোরিয়ার স্থানীয় অগ্নিনির্বাপক সংস্থার প্রধান লি জিয়ং হিউন বলছেন, খারাপ আবহাওয়া ও পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়নহাপ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, পাখির সঙ্গে ধাক্কা লাগায় ল্যান্ডিং গিয়ারে জটিলতার কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।