20250108_190049

উন্নত চিকিৎসা জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

দীর্ঘ সাত বছর পর মাকে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেন তারেক রহমান। মা-ও ছেলেকে দেখে আবেগাপ্লুত হন।  এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মা-ছেলের সেই বন্ধনের দৃশ্য ক্যামেরাবন্দি করেন সাংবাদিকরা। বিএনপির মিডিয়ার সেলের ফেসবুক পেজে তা আপলোড হয় মূহূর্তেই। ছবিতে দেখা গেছে, বিমানবন্দরে হুইল চেয়ারে বসে খালেদা জিয়া। কাঁধ নুইয়ে মাকে জড়িয়ে হাস্যোজ্জ্বল তারেক রহমান। পরম তৃপ্তি তার চোখে-মুখে।

এ ঘটনার একটি ভিডিওক্লিপ আপলোড করেছে বিএনপির মিডিয়ার সেল। এতে দেখা গেছে, হুইল চেয়ারে বসে খালেদা জিয়া। পেছনে হাসিমুখে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তারেক রহমান এসেই মাকে জড়িয়ে ধরলেন। সে মুহূর্তকে মোবাইলফোনের ক্যামেরায় ধারণ করলেন আশপাশের মানুষ।

জানা গেছে, বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এ জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স।

এর আগে মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছার পর তারেক রহমানের নেতৃত্বে পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বেগম জিয়াকে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় ভাববিনিময়ের পর বিমানবন্দর থেকে সরাসরি তিনি লন্ডন ক্লিনিকে চলে যান।  এ জন্য আগেই প্রস্তুত রাখা ছিল অ্যাম্বুল্যান্স।

উল্লেখ্য বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *