সিলেটে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রথমে সিসিটিভি’র ফুটেজে কারও উপস্থিতি মেলেনি। তবে কয়েকটি সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনার পর একটিতে দেখা গেছে;
সকাল ৯টা ৫০ মিনিটে মুখোশপরা কয়েকজন যুবক মার্কেটে ঢুকেছে। ঘটনাটি সিলেটের অভিজাত আল হামরা শপিং সিটি’র। অত্যাধুনিক মার্কেট বলা চলে আল হামরাকে। কিন্তু সেই আল হামরার চতুর্থ তলার একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৩ কোটি টাকার জুয়েলারি রহস্যজনক চুরি হয়ে গেছে। এ ঘটনা নিয়ে সিলেটের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জুয়েলারি দোকানে স্বর্ণ লুটের ঘটনা আগে বহুবার আলোচিত হয়েছে। নেহার মার্কেটে দিন-দুপুরে ডাকাতি হয়েছিল স্বর্ণের চালান। কিন্তু এবার নিশ্চিদ্র নিরাপত্তায় অভিজাত মার্কেটে এ ঘটনা ঘটেছে। গতকাল সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও আল হামরা শপিং সিটির দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন মানবজমিনকে জানিয়েছেন, একটি সিসিটিভি ফুটেজে মার্কেট খোলার কিছুক্ষণ আগে ৪-৫ জন মুখোশপরা ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা গেছে। ৯টা ৫০ মিনিটে সিসিটিভি’র ফুটেজে তাদের উপস্থিতি মিলেছে। মুখে মাস্ক থাকায় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা ধারণা করছি; মুখোশপরা ব্যক্তিরা এ চুরির ঘটনা ঘটিয়েছে। তখন মার্কেট খোলার সময় হচ্ছিল। মার্কেটের সিকিউরিটি গার্ডরা মার্কেটের পেছনের অংশ খুলে দিয়েছিল। ফলে অনেকেই তখন পেছন দিয়ে মার্কেটে ঢুকতে পেরেছেন। চুরি হয়েছে সত্য। বিষয়টি পুলিশ তদন্ত করে বের করবে। আল হামরা মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে নুরানী জুয়েলার্সের অবস্থান।