চট্টগ্রামে হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় মসজিদের পাশে জাহাঙ্গীরকে গুলি করে সন্ত্রাসীরা।
নিহত জাহাঙ্গীর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসদ আলী মাতব্বর পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের শুঁটকির পাইকারি ব্যবসা করেন। এ ছাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে তাঁর। আহত ব্যক্তির নাম মুহাম্মদ আব্বাস (৩৮)। তিনি জাহাঙ্গীরের মালিকানাধীন কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক বলে জানা গেছে। তাঁকে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।