ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচি শুরু

0
sohra_news_pic
Ad T1
> রাজধানী

সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১৫: ২৯

 

ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মূল কর্মসূচি শুরু হয়।

সরেজমিনে, শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে এসে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মানুষকে আসতে দেখা গেছে। মিছিলে মিছিলে, স্লোগানে স্লোগানে গণজমায়েত স্থলে এসে জড়ো হন লোকজন। তাদের অনেকেই ফিলিস্তিনের পতাকা, মাফলার, টি-শার্ট, মাথার ব্যান্ড সহ বিভিন্ন প্ল্যাকার্ড হাতে এখানে এসে জড়ো হতে দেখা যায়।

এসময় আগত মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘ইসরাইলি পণ্য, বয়কট বয়কট’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ,’ ‘নেতানিয়াহুর চামড়া, তুলে নিবো আমরা’, ‘নেতানিয়াহুর দুইগালে, জুতা মারো তালে তালে,’সহ নানা স্লোগান দিতে দেখা গেছে।

‘মার্চ ফর গাজা’ জমায়েতে অংশ নিচ্ছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, হেফাজতে ইসলাম, জাতীয় দলের ক্রিকেটার, অভিনেতা, তাবলীগ জামাত, আহলে হাদীস, হাইয়াতুল উলইয়া, বেফাকুল মাদারিস, দারুন্নাজাত মাদরাসা, খেলাফত মজলিশ, খেলাফত আন্দোলনসহ রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব।

এদিকে, সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্ধারণ করা পাঁচটি সড়কের প্রত্যেকটি কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এসব রুটে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক মনে হলে তল্লাশি করছেন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ব্যক্তিরা।

এর আগে, এই কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ জানায়, এই প্রথম দেশের সব রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়াতে উপস্থিত হয়ে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *