অস্ট্রেলিয়ার যুবদলে খেলছে বাংলাদেশী আরহাম
এক বছর আগে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলেছেন আরহাম ইসলাম। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশের বয়সভিত্তিক দলে নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার এই কিশোর। এবার অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলেও জায়গা পেলেন প্রতিভাবান এই ফুটবলার।
চলতি মাসের মাঝামাঝিতে জাপানে ত্রিদেশীয় একটি ফুটবল সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আসন্ন স্বাগতিক জাপান ও স্পেনের জাতীয় অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়ার যুবারাও। এছাড়া জাপানের একটি ক্লাব দলের বিপক্ষেও এক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এজন্য ২০ সদস্যের অনূর্ধ্ব-২০ দল ঘোষণা করেছে তারা। এর মধ্যে ১৩ যুব ফুটবলার অস্ট্রেলিয়ার জুনিয়র দলে অভিষেকের অপেক্ষায়।


