এবার টিকটকে মজলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

0
IMG_20251209_100828_554

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তরুণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে সোমবার টিকটকে তার নতুন অ্যাকাউন্ট চালু করেছেন—যদিও সরকারি ডিভাইসে এখনো অ্যাপটি ব্যবহার নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর দপ্তরের একজন মুখপাত্র জানান, স্টারমারের অ্যাকাউন্ট পরিচালনার জন্য “নিরাপত্তা সংক্রান্ত বিশেষ ব্যবস্থা” নেওয়া হয়েছে।
প্রথম ভিডিওতে স্টারমার বলেন, “টিকটক, আমাকে অনুসরণ করুন”—যেখানে তাকে ও তার স্ত্রীকে ডাউনিং স্ট্রিটের বড়দিনের আলো জ্বালানোর অনুষ্ঠানে দেখা যায়।

দ্বিতীয় ভিডিওতে দেখা যায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে স্টারমারের সঙ্গে আলিঙ্গন করতে। পরে সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ যোগ দেন ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার জন্য।

২০২৩ সালের মার্চে চীনা মূল কোম্পানি বাইটড্যান্সের সঙ্গে জড়িত নিরাপত্তা উদ্বেগের কারণে যুক্তরাজ্য সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়। একই ধরনের নিষেধাজ্ঞা আরও বহু পশ্চিমা দেশে রয়েছে।

এর আগে ২০২২ সালের মে মাসে বরিস জনসন প্রধানমন্ত্রী থাকাকালে “১০ ডাউনিং স্ট্রিট” নামে একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু হলেও তা তিন মাসের মধ্যেই নিষ্ক্রিয় হয়ে যায়।

স্টারমারের মুখপাত্র জানান, “সরকারি ডিভাইসে টিকটক ব্যবহারের নিষেধাজ্ঞা এখনো বহাল আছে এবং নিরাপত্তা নীতিতেও কোনো পরিবর্তন হয়নি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *