পাকিস্তানের বড় তারকা জেনারেলের ১৪ বছর কারাদণ্ড

0
IMG_20251211_164013_894

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাবেক প্রধান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে সামরিক আদালত ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে।

বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান আর্মি অ্যাক্ট অনুযায়ী ২০২৪ সালের ১২ই অগাস্ট শুরু হওয়া ১৫ মাসব্যাপী ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল শেষে এই রায় ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শাসনামলে আইএসআই-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ফয়েজ হামিদ।

আইএসপিআর জানিয়েছে, “রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, রাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ করে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নাগরিকদের ক্ষতি সাধন— এই চারটি অভিযোগে বিচার করা হয়েছে অভিযুক্তের।”

তারা আরও জানিয়েছে, “দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অভিযুক্তকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর আদালত তাকে ১৪ বছরের কঠোর কারাদণ্ড দিয়েছে।”
উল্লেখযোগ্য, পাকিস্তানে এই প্রথম কোনো আইএসআই প্রধানকে কোর্ট মার্শালের মাধ্যমে সাজা দেওয়া হলো।

বিবৃতিতে বলা হয়েছে, “বিচারিক প্রক্রিয়ায় ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল সব আইনি শর্ত পূরণ করেছে এবং অভিযুক্তকে তার পছন্দের আইনজীবীসহ সব অধিকার দেওয়া হয়েছে। অভিযুক্তের এই রায়ের বিরুদ্ধে যথাযথ ফোরামে আপিল করার অধিকার রয়েছে।”

তবে বিবৃতিতে আরও বলা হয়েছে, “রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও অস্থিতিশীলতা ছড়াতে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে অভিযুক্তের যোগসাজশসহ কিছু বিষয় আলাদাভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *